Freelance jobs are now most popular job today. Writing jobs is one of the easiest freelance jobs.Here I write about those freelance writing jobs including other easy jobs and also try to give news of freelance writing jobs. Besides this I would like to say you the name of various freelance writing job sites.For the new freelancer writing jobs is more easier than other jobs. I think this site will help the new writing job seeker.

নিউজ আপডেট

আজ ৭ মে নতুন করোনা আক্রান্ত ৭০৬ জন।

Search This Blog

Wikipedia

Search results

Monday, May 30, 2016

Here are few Generale Knowledge

 This is write in Bengali 

 
কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
মনে রাখুন কাজে দিবেঃ
==============
১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয়1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃতহয়1996সালে।
৪। Google আবিষ্কৃত হয়1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে
।৬। Youtube আবিষ্কৃত হয়2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় .১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারচালুহয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারসবার জন্য উন্মুক্ত হয়১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয়14 OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথমকম্পিউটার "IBM-1620 ‘যা স্থাপিত হয়বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে১৯৬৪সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশনস্থাপনের মাধ্যমে
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্তহয়।
১৪. এক্স-রে আবিষ্কার করেন কে?
উত্তর : রনজেন।
১৫. বেতার যন্ত্র আবিষ্কার করেন কে?
উত্তর : মার্কিনী।
১৬. ক্যালকুলেটর আবিষ্কার করেন কে?
উত্তর : চার্লস ব্যাবেজ
১৭. কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর : আইকেন।
১৮. অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উত্তর : লিউয়েন হুক।
১৯. উড়োজাহাজ আবিষ্কার করেন কে?
উত্তর : রাইট ব্রাদারস।
২০. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে?
উত্তর : টমাস আলভা এডিসন।
২১. রকেট ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট গডার্ড।
২২. সেফটি রেজার আবিষ্কার করেন কে?
উত্তর : কিংসি জিলেট।
২৩. আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন কে?
উত্তর : আলবার্ট আইনস্টাইন।



১. পিঁপড়ারা কখনই ঘুমায় না।
-
২. হাতি একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারে না।
-
৩. চকোলেট একটি কুকুরকে মেরে ফেলতে পারে। চকোলেটে থাকা থ্রিওব্রোমিন উপাদান যা কুকুরের হার্ট এবং নার্ভ সিস্টেমের উপর বিরূপ প্রভাব ফেলে।
-
৪. মানুষের হাতের নখ পায়ের নখের চেয়ে ৪ গুণ দ্রুতবাড়ে।
-
৫. তরমুজের ভেতরের ৯২ শতাংশ পানি সেটির আদি উৎসস্থল কিনা আফ্রিকার কালাহারি মরুভূমি।
-
৬. ডলফিন একই সঙ্গে ঘুমাতে ও সাঁতার কাটতে পারে।
-
৭. ক্যাঙ্গারু পেছনের দিকে হাঁটতে পারে না।
-
৮.অক্টোপাসের হার্ট তিনটি।
-
৯.২৪ ঘণ্টায় বাঁশ তিন ফিট পর্যন্ত বাড়তে পারে

No comments:

Post a Comment

ok

Total Pageviews

Fashion

Contact Form

Name

Email *

Message *

Beauty

মেসেজ

এটি একটি ‍ স্যাম্পল।

Travel

Pages